Site icon Jamuna Television

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। বৃহস্পতিবার (২৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতির প্রতিক্রিয়ায় মন্ত্রণালয় বলছে, নির্বাচন বানচাল বা এর আগে পরে সহিংসতা যারা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।

২০০৮ পরবর্তী বর্তমান সরকারের নির্বাচন কমিশন ও ভোট নিয়ে বিভিন্ন আইনি সংস্কারের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, এসব উদ্যোগের ফলে নির্বাচনে জালিয়াতির আশঙ্কা অনেক কমেছে। পাশাপাশি সরকারের ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় দারিদ্র্য উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে প্রধানমন্ত্রী অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানোর কথাও বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে চিন্তিত নয় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউএইচ/

Exit mobile version