Site icon Jamuna Television

বনানীতে নিজের বুকে গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীর বনানীতে পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন আশরাফ উজ জামান রনি নামের এক পুলিশ কনস্টেবল। পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাতটার দিকে বনানী চেকপোস্টে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নিহত রনি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বনানী চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। পরে চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে সে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি চালায়।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহত রনির বাড়ি ধামরাই বলে জানা গেছে।

ইউএইচ/

Exit mobile version