Site icon Jamuna Television

গাজীপুর সিটির ভোটে বড় ‘ফ্যাক্টর’ হতে পারেন শ্রমিকরা

ছবি : সংগৃহীত

ওবায়দুর রহমান, ঢাকা:

গাজীপুর সিটিতে ভোটে বড় ফ্যাক্টর হতে পারেন শ্রমিকরা। কারণ-ভোটারদের উল্লেখযোগ্য শতাংশই এসব মানুষ। বেশিরভাগ অন্য জেলার বাসিন্দা হলেও অনেকে ভোটার হয়েছেন এ এলাকায়। তারা চান, কর্মসংস্থানের পাশাপাশি নাগরিক সুবিধা নিশ্চিতের।

রাজধানীর কাছের জনপদ গাজীপুর। সিটি করপোরেশনের তথ্যমতে, এ জেলায় গড়ে উঠেছে ছোট-বড় অন্তত ২ হাজার পোশাক কারখানা ও দুটি শিল্পাঞ্চল। সেইসাথে কম্পোজিটর-জুতাসহ বিভিন্ন ধরনের কারখানা রয়েছে এখানে।

কর্মসংস্থানের কারণে দেশের নানা প্রান্তের মানুষের বসবাস এই নগরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থায়ী ও ভাসমান মিলিয়ে এখানকার জনসংখ্যা অন্তত ৬৫ লাখ। জেলাটি পরিচিত শ্রমিক অধ্যুষিত হিসেবে। কাজের সন্ধানে এসে অনেকে ঠিকানা গেড়েছেন এখানে। হয়েছেন ভোটার।

আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর। এবারের নির্বাচনে এখানে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৮৬ জন। তাদের মধ্যে উল্লেখযোগ্য শতাংশ শ্রমিক। তাই, ভোটের বড় ফ্যাক্টর এসব মানুষ। এছাড়া, ৫৭টি ওয়ার্ডেই রয়েছে বস্তি। সেখানে বসবাস নিম্নআয়ের এসব মানুষের। অনেক জায়গায় এখনও নেই বিদ্যুৎ-গ্যাস-পানি। আছে আরও নানান সমস্যা। ফলে ভোটের ফল নির্ধারণে নিম্ন আয়ের মানুষদের সমর্থন চেঞ্জ মেকিংয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকে।

এএআর/

Exit mobile version