Site icon Jamuna Television

‘গাজীপুরের নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে’

গাজীপুরের নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তারা ভোট শান্তিপূর্ণ করতে কাজ করছে।

সকালে গাজীপুরের কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন সমস্যা হয়েছে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে কমিশনার জানান, ইন্টারনেটের সমস্যার জন্য কিছু সময় ধীরগতিতে চলছিল যা পরে ঠিক হয়েছে। ভোটে কারচুপির সাথে কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে বলেও জানান ইসি আলমগীর।

ইউএইচ/

Exit mobile version