আমরা আশাবাদী, ভোট শেষে মানুষ সন্তুষ্ট হবে, দেশবাসী সন্তুষ্ট হবে, সবাই সন্তুষ্ট হবে। এমনটা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কাজী আজিমউদ্দিন কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, সকাল থেকে এ পর্যন্ত বেশ কিছু কেন্দ্রে ঘুরে আসলাম। আমরা আশান্বিত যে খুব ভালো একটা নির্বাচন হবে। এ পর্যন্ত দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং নির্বাচন কর্মকর্তারাও ভোট নিচ্ছেন।
আরও পড়ুন: ‘গাজীপুরের নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে’
তিনি আরও বলেন, আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের আওতায় বিধিমোতাবেক কাজ করছে। সেটার প্রতিফলন আপনারা কেন্দ্রে কেন্দ্রে দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি।
ইউএইচ/

