Site icon Jamuna Television

‘এফ-১৬’ যুদ্ধবিমান পরিচালনায় ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দিতে চায় নেদারল্যান্ডস

ছবি : সংগৃহীত

এফ সিক্সটিন যুদ্ধবিমান পরিচালনায় ইউক্রেনীয় পাইলটদের যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দিতে চায় নেদারল্যান্ডস। বুধবার (২৪ মে) পার্লামেন্টে দেয়া চিঠিতে এ কথা জানান ডাচ প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্সের।

একই ধরনের সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে নরওয়েও। বেলজিয়াম, ডেনমার্ক ও যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশও যুক্ত হবে এই কার্যক্রমে।

মঙ্গলবার (২৩ মে) এক বিবৃতিতে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের পাইলটদের যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দেয়ার অর্থ এই নয় যে, যুদ্ধের অংশ হচ্ছে সামরিক জোট। এর আগে রাশিয়ার তরফ থেকে বলা হয়, ইউক্রেনকে এফ সিক্সটিন সরবরাহ চলমান সংঘাতে ন্যাটোর সম্পৃক্ততাই প্রমাণ করে।

এদিকে যুদ্ধবিমান পেয়ে আরও আত্মবিশ্বাসী প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি দাবি করেন, এফ সিক্সটিন ফাইটার জেট পাওয়ার মধ্য দিয়েই রাশিয়ার হারের ইঙ্গিত মিলছে।

এএআর/

Exit mobile version