Site icon Jamuna Television

হতাশা দিয়েই এশিয়ান গেমসের দ্বিতীয় দিন শুরু বাংলাদেশের

হতাশা দিয়ে এশিয়ান গেমসের দ্বিতীয় দিনের শুরু হল বাংলাদেশের। নারী ও পুরুষ দুই বিভাগের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের বাছাইপর্ব থেকে বাদ পড়েছে আব্দুল্লা হেল বাকি, উম্মে জাকিয়ারা।

নিজের মূল ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলে ইন্দোনেশিয়ার পালেমবাং শ্যুটিং কমপ্লেক্সে হাতশ করেছেন বাকি। কমনওয়েলথ গেমসে দুই এই ইভেন্টে রৌপ্য জেতা বাকি বাছাই পর্বে ৪৪ জনের মধ্যে হয়েছেন ১৯তম। গত এপ্রিলে কমনওয়েলথ গেমসে ৬১৬ স্কোর গড়ে রৌপ্য জেতা বাকি এদিন ৬১৮.৪ স্কোর গড়েও ছিলেন ঢের পেছনে।

পুরুষদের একই ইভেন্ট বাংলাদেশের রিসালাতুল ৬১৪.৩ স্কোর করে হয়েছেন ২৯ তম।

নারীদের ১০ মিটার এয়ার রাইফেলেও একই চিত্র। বাছাইপর্ব থেকে বাদ পড়েছেন বাংলাদেশের দুই শ্যুটার উম্মে জাকিয়া সুলতানা ও শারমিন আক্তার রত্না। ৪৬ জনের মধ্যে ৬১২.৬ পয়েন্ট নিয়ে ২৫ তম হয়েছেন জাকিয়া। আর ৬০৯.৭ স্কোর করে ৩৪তম রত্না।

এদিকে কাবাডিতে গ্রুপ পর্বের ম্যাচে ইরানের কাছে ১৯-৪৭ পয়েন্টে হেরেছে বাংলাদেশ নারী দল।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version