Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার সিডনিতে ৭ তলা ভবনে আগুন; ধসে পড়ছে দেয়াল

অস্ট্রেলিয়ার সিডনীতে শহরের কেন্দ্রে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ মে) স্থানীয় সময় বিকালের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর গার্ডিয়ানের।

কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবা বিভাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের শতাধিক কর্মী। অন্তত ২০টি যান নিয়ে সেন্ট্রাল রেলস্টেশনের পাশে অবস্থিত ভবনটির আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় তারা। তবে কিছু সময়ের মাঝেই সাত তলা বিল্ডিংয়ের পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দেড় ঘণ্টার মাথায় ধসে পড়তে শুরু করে ভবনের দেয়ালগুলো।

ঝুঁকি এড়াতে আশপাশের আবাসিক ভবনগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আগুন লাগার কারণ এবং দুর্ঘটনাকালে ভবনটিতে কেউ আটকে ছিল কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন।

এটিএম/

Exit mobile version