Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিতব্য আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৩-এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগস্পিনার বেন হোয়াইট। এছাড়া ফেরানো হয়েছে ব্যারি ম্যাকার্থিকে, যিনি ২০২১ সালের জুনের পর প্রথমবারের মতো ওয়ানডে দলে।

এছাড়াও আয়ারল্যান্ডের স্কোয়াডে আছেন পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকার টাকারের মতো ক্রিকেটাররা। জিম্বাবুয়েতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে আইরিশদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্টিফেন ডোহানি।

আয়ারল্যান্ড স্কোয়াড : অ্যান্ড্রু বালবার্নি , মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, পিটার মুর, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

/আরআইএম

Exit mobile version