Site icon Jamuna Television

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে শীর্ষ কোম্পানিগুলোর সাথে বৈঠক করলেন ঋষি সুনাক

শীর্ষ স্থানীয় প্রযুক্তি বিষয়ক কোম্পানিগুলোর সাথে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈঠকে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণ ও এর ঝুঁকির কথা তুলে ধরেন। খবর স্কাই নিউজের।

বুধবার (২৪ মে) অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, গুগল ডিপ মাইন্ড, অ্যান্থ্রোপিক ও ওপেন আইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক দিক তুলে ধরেন। একই সাথে বলেন, অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে বিভ্রান্তিমূলক তথ্য ও জাতীয় নিরাপত্তার গুরত্বকে বিশেষভাবে তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি গান ও ছবি দেখছি। এটি আমাদের শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এটিএম/

Exit mobile version