Site icon Jamuna Television

যাত্রীর ভারে দেবে গেলো ট্রেনের কোচ

অতিরিক্ত যাত্রীর চাপে দেবে গেছে লালমনিরহাট গামী ঈদ স্পেশাল ট্রেনের একটি কোচ। আজ সোমবার দুপুরে কমলাপুর স্টেশন ছেড়ে কিছুদুর এগিয়ে যেতেই এ ঘটনা ঘটে।

ট্রেনের গার্ড মাহফুজুর রহমান জানান, পৌঁণে তিনটায় কমলাপুর ছেড়ে ২০০ গজ এগিয়ে যাবার পরই ট্রেনটিতে গোলযোগ দেখা দেয়। অতিরিক্ত যাত্রীর চাপে দেবে যায় ট্রেনের সবচেয়ে পেছনে থাকা কোচটি। বাধ্য হয়ে ট্রেনটি কমলাপুরে ফিরে আসে।

স্টেশনের কর্মকর্তারা বলেন, তারা জোরে শব্দ শুনতে পান এবং সন্দেহ করেন একটি বা দুটি কোচ দেবে গেছে।

রেলওয়ে পুলিশ, ক্ষতিগ্রস্ত ওই কোচের ছাদে থাকা যাত্রীদের সরিয়ে নিলে ট্রেনটিকে যাত্রার জন্য প্রস্তুত করেন রেলের কর্মীরা। ৩টা ২০ মিনিটে ফের লালমনিরহাটের উদ্দেশে কমলাপুর ছেড়ে যায় ট্রেনটি।

শিডিউল অনুযায়ী আজ ঈদ স্পেশাল ট্রেনটি সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিলো। কিন্তু সেটি কমলাপুরে এসে পৌঁছাতেই বেজে যায় দুপুর দেড়টা।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version