Site icon Jamuna Television

রংপুরে মাদক ব্যবসার অপরাধে দম্পত্তির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

মাদক ব্যবসা করার অপরাধে আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফা দম্পত্তির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুর জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (২৪ মে) আদালতের বিচারক শহীদুল ইসলাম সন্ধ্যায় এই রায় দেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, ২০২২ সালের ২৫ এপ্রিল রংপুর মহানগরীর তাজহাট এলাকায় একটি বাড়িতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালায়। সেখানে ১২৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসময় মাদক বিক্রেতা আমিনুল ইসলাম ও তার স্ত্রী ওজিফাকে গ্রেফতার করা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ ঘটনায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে দুই আসামিকে এই দণ্ডাদেশ দেন আদালত।

এসজেড/

Exit mobile version