Site icon Jamuna Television

স্বয়ংক্রিয়ভাবে সন্তানদের শেয়ার হস্তান্তর করবো না: ইলন মাস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানা নেয়ার পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই খবরের শিরোনাম হন স্পেসএক্স ও টেসলার মালিক ইলন মাস্ক। বর্তমানে বিশ্বের দ্বিতীয় শির্ষ ধনী ব্যক্তি তিনি। এবার নিজের ব্যবসার সাথে সন্তানদের জড়ানো নিয়ে কিছু তথ্য ফাঁস করলেন এই মার্কিন ধনকুবের।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তার ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। ইলন মাস্ক বলেন, সন্তানদের নিজের কোম্পানির সাথে সম্পৃক্ত করার কোনো পরিকল্পনা তার নেই। তিনি ইতোমধ্যে কিছু মানুষ ঠিক করে ফেলেছেন, যারা ভবিষ্যতে তার ব্যবসা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে পারবে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করবো, এমন নীতিতে আমি বিশ্বাস করি না।

উত্তারাধিকারকে অনেক পুরোনো সমস্যা উল্লখ করে ইলন মাস্ক বলেন, পৃথীবির সূচনালগ্ন থেকে উত্ত্রাধিকার নিয়ে সমস্যা চলে আসছে। এর কোনো সুস্পষ্ট সমাধান নেই। তাই যদি অপ্রত্যাশিতভাবে আমার কিছু হয়ে যায়, তবে আমি আমার বোর্ডের জন্য বেশ কিছু নির্দেশনা রেখে যাচ্ছি। বোর্ড চাইলে আমার মৃত্যুর পর সে অনুযায়ী সব কিছু পরিচালনা করতে পারবে।

এটিএম/

Exit mobile version