Site icon Jamuna Television

জামাই ষষ্ঠীর ছবি পোস্ট করলেন লিটন, ভক্তদের শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার লিটন দাস। বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবে অংশগ্রহণ থেকে শুরু করে ব্যক্তিজীবনের অনেক কিছুই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে শেয়ার করেন তিনি।

কিছুদিন আগে সরস্বতী পূজাতে লিটন দাস নিজের ভেরিফায়েড পেজে তার স্ত্রীকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। সেই ছবি কলকাতা নাইট রাইডার্স নিজেদের পেজে শেয়ার করে সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানায়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এবার সনাতন ধর্মালম্বীদের অনুষ্ঠান জামাই ষষ্ঠীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন লিটন। ছবিতে দেখা যায় সামনে হরেক রকমের খাবার নিয়ে বসে আছেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন ‘জামাই ষষ্ঠী’।

পোস্টের কমেন্টে ভক্তরা লিটনকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর সেই উৎসবগুলির মধ্যেই অন্যতম হলো জামাই ষষ্ঠী। জামাইকে বিশেষভাবে অ্যাপায়ন করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়।

/এনএএস

Exit mobile version