জাপানে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) নাকানো শহরে ঘটে এ ঘটনা। খবর এনডিটিভির।
স্থানীয় গণমাধ্যম জানায়, ভবনের ভেতর ঢুকে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে মুখোশধারী এক হামলাকারী। জরুরি নম্বরে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সে সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে সেখান থেকে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন এবং গুরুতর আহত আরও একজন।
হামলাকারীর সন্ধানে গোটা এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে। হামলাকারী ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে গেলো তা নিয়েও শুরু হয়েছে তদন্ত।
এসজেড/

