বিষপান করে এক যুবক মারা গেছে এমন খবর পেয়ে বাড়িতে যায় পুলিশ। দরজা ভেঙে ঘরে ঢুকে নিথর অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত ভেবে সুরতহাল করার সময় হৃৎস্পন্দন পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হয়।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বন্দর থানাধীন লিলি ক্লাবের পাশে জাফর বিল্ডিংয়ের পঞ্চম তলায়।
আত্মহত্যার চেষ্টাকারী যুবকের নাম রবিউল হোসেন জিকু (৩০)। তিনি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা গণমাধ্যমকে বলেন, রাত ২টার দিকে পুলিশের কাছে খবর আসে বিষপান করা এক ব্যক্তির লাশ ঘরে পড়ে আছে। মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে জিকুকে পায়। লাশ ভেবে তার শরীর দেখার সময় হৃৎস্পন্দন পেলে তাকে হাসপাতালে নেয়া হয়।
ওসি সিনহা আরও বলেন, আপাতত ভয়ের কিছু নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে বিষপানের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
/এনএএস

