Site icon Jamuna Television

নিরাপদ সড়ক আন্দোলন: জামিন পেলেন আরও ৩ শিক্ষার্থী

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় আরও তিন শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

আজ সোমবার দুপুরে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়া তিনজন হলেন- বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ উল্লাস, আইইউবিএটি’র আমিনুল এহসান বাইজিদ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিসালাতুল ফেরদৌস।

তারা ভাটারা ও বাড্ডা থানার মামলায় গ্রেফতার ছিলেন। এর আগে গতকাল একই মামলায় মোট ৪২ জনের জামিন মঞ্জুর করেন আদালত।

মামলার এজাহারে তাদের কারো বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, আবার কারো বিরুদ্ধে রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ করা হয়।

Exit mobile version