Site icon Jamuna Television

সৌদির মধ্যস্থতায় অস্ত্রবিরতির মাঝেও সুদানে চলছে সংঘাত

সৌদি আরবের মধ্যস্থতায় অস্ত্রবিরতির চুক্তির মাঝেও সংঘাত চলছে আফ্রিকার দেশ সুদানে। বৃহস্পতিবার (২৫ মে) রাজধানী খার্তুমসহ নিকটবর্তী বেশ কয়েকটি এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

আল-জাজিরা জানায়, রাতভর এলাকাগুলোতে গোলাগুলি চলে বিবাদমান দু’পক্ষের। এতে আটকে পড়া বাসিন্দাদের মধ্যে ছড়ায় শঙ্কা। জেদ্দায় সুদানের সামরিক এবং আধা সামরিক বাহিনীর আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আশা করা হলেও চুক্তি মানছে না কোনোপক্ষই। ফলে সংঘাতের অবসান অনিশ্চিত হয়ে পড়েছে বলে শঙ্কা করা হচ্ছে। প্রায় দেড় মাস ধরে সুদানে চলছে।

এটিএম/

Exit mobile version