Site icon Jamuna Television

সুপার টাইফুন ‘মাওয়ার’ গুয়াম দ্বীপ থেকে অগ্রসর হচ্ছে ফিলিপাইনে

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মাওয়ার’ যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ অতিক্রমের পর পরিণত হয়েছে সুপার টাইফুনে। অগ্রসর হচ্ছে ফিলিপাইনের দিকে। খবর নিউইয়র্ক টাইমসের।

ফিলিপাইনের জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ের কেন্দ্রস্থলে ঘূর্ণনবেগ ঘণ্টায় ২৩০ কিলোমিটার। যার প্রভাবে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে বাতাস। ক্যাটাগরি ফোর টাইফুনটি বুধবার (২৪ মে) গুয়াম উপকূলে আঘাত হানে। যার তাণ্ডবে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় পুরো দ্বীপ। ৫১ হাজারের বেশি ঘরবাড়ি- স্থাপনায় নেই বিদ্যুৎ। কেউ হতাহত না হলেও ভেঙ্গে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি এবং মোবাইল টাওয়ার। প্লাবিত হয় গুয়ামের মধ্য ও উত্তরাঞ্চল। প্রায় ৩০ ফুট উঁচু জলোচ্ছ্বাস রেকর্ড করা হয়।

ক্ষয়ক্ষতি এড়াতে টাইফুন আঘাত হানার আগেই এক লাখ ৭০ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ বিমান চলাচল।

এটিএম/

Exit mobile version