নরসিংদীতে গতকাল ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল কর্মী আশরাফুল ইসলাম মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় প্রাণ গেল ২ জনের।
শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আশরাফুলের। এর আগে গতরাতে ঢাকা মেডিকেলে মারা যান গুলিবিদ্ধ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান।
গত ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর থেকে তা বাতিলের দাবিতে পদবঞ্চিতরা আন্দোলন শুরু করে। পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, গতকাল শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে তাদের ওপর হামলা চালায় অপর পক্ষের ছাত্রদল নেতারা। এতে গুলিবিদ্ধ হন সাদেকুর ও আশরাফুল। জড়িতদের বিচারের দাবিতে গতরাতে বিক্ষোভ মিছিল বেরে করে পদবঞ্চিতরা। এক বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করে আগুন দেয়ার ঘটনাও ঘটে।
ইউএইচ/

