Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পারিবারিক কোন্দলে জরুরি নম্বরে শিশুর ফোন, পুলিশ এসে গুলি করলো তাকেই

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে পুলিশি সহিংসতার শিকার ১১ বছরের এক কৃষ্ণাঙ্গ শিশু। ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের এবং বরখাস্তের দাবি তুলেছে পরিবার। খবর সিএনএনের।

বৃহস্পতিবার (২৪ মে) সিটি হলের সামনে হয় বিক্ষোভ। সেসময় আহত শিশু অ্যাডেরিয়ান মুরির পরিবারের প্রতি সহমর্মিতা জানান স্থানীয়রা। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়। এর আগে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

মুরির আইনজীবী জানান, পারিবারিক কোন্দল চলাকালে পুলিশের জরুরি নম্বরে ফোন করে শিশুটি। কিন্তু অফিসার এসে উল্টো শিশুটিকেই বুকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ মিসিসিপি পুলিশ।

শিশুটির পরিবারের অভিযোগ, পুলিশ অফিসারের গায়ে ক্যামেরা থাকলেও এখনও সেই ফুটেজ প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।

গেলো এপ্রিল মাসেও, অভিযান চলাকালে নিউ মেক্সিকোয় পুলিশের গুলিতে প্রাণ যায় ৫২ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গের।

এটিএম/

Exit mobile version