পেঁয়াজের বাজারে স্বস্তির আভাস নেই। ব্যবসায়ীরা বলছেন, আমদানি না করলে কোরবানির ঈদে পণটির দাম আরও বাড়বে। যদিও রাজধানীর আড়তে পেঁয়াজের সরবরাহ ভালো। অজুহাত, গত বছরের তুলনায় দেশে আবাদ কম হয়েছে। তার ওপর ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দাম বেশি।
অস্থিরতা বেড়েছে পেঁয়াজের ঝাঁজে। নুন আনতে পান্তা ফুরায় যাদের, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। আসছে কোরবানির ঈদ সামনে রেখে পেঁয়াজের নতুন দর ক্রেতার আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। কেননা এক কেজি পেঁয়াজের জন্য দিতে হচ্ছে ৮০ টাকা।
পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় চাপ পড়েছে দেশি জাতে। যার কারণে গত দুই সপ্তাহে দর বেড়েছে কেজিতে ৩০ টাকা। অথচ রাজধানীর কারওয়ানবাজারে সরবরাহের কোনো কমতি নেই। অনেক দোকানে পেঁয়াজ রাখার জায়গা হচ্ছে না। অথচ আড়তে প্রতি পাল্লা কিনতে লাগবে ৩৭০ থেকে ৩৮০ টাকা। এলাকার খুচরা দোকানে সেই দাম ছাড়িয়েছে কেজি প্রতি ৮০ টাকা।
এদিকে, বাজার থেকে উধাও চীনা আদা। বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া, মিয়ানমার ও দেশি আদা মিলবে। তার দামও সপ্তাহের ব্যবধানে ৩০-৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকা।
ইউএইচ/

