যুক্তরাজ্যের বৃহত্তম এয়ারপোর্ট হিথ্রো বিমানবন্দরে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে নিরাপত্তা রক্ষীরা। বেতন বৃদ্ধির দাবিতেই ক্ষুব্ধ নিরাপত্তা রক্ষীরা পালন করছেন এ কর্মসূচি। খবর দ্য মিররের।
শুক্রবার (২৬ মে) থেকে শুরু হয়েছে এ তিন দিনের ধর্মঘট। দাবি আদায়ে বিমানবন্দরের প্রশাসনিক কার্যালয়ের সামনে জড়ো হয় প্রায় এক হাজার চারশো নিরাপত্তারক্ষী। কর্তৃপক্ষ কয়েক দফা বেতন-ভাতা বাড়ানোর কথা বললেও কার্যকর করেনি। তাই ক্ষুব্ধ হয়েই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
অবশ্য ধর্মঘটের কারণে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি। ধর্মঘটকালীন বিশৃঙ্খলা এড়াতে এরমধ্যেই প্রস্তুতি নিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ।
এসজেড/

