Site icon Jamuna Television

ক্যাপিটল হিলে হামলার মূল হোতা রোহডসের ১৮ বছরের কারাদণ্ড

ক্যাপিটল হিলে হামলার মূল হোতা স্টুয়ার্ট রোহডস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার মূল হোতা স্টুয়ার্ট রোহডসকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কট্টরপন্থী সংগঠনটির প্রধান ৫৭ বছর বয়সী রোহডসের নির্দেশেই ওই হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। খবর ভয়েস অব আমেরিকার।

বৃহস্পতিবার (২৫ মে) এ রায় দেন মার্কিন ফেডারেল কোর্ট। এছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সন্ত্রাসবাদী ধারা যুক্ত না করলেও তার কাজ যে সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম নয়, তা মেনে নিয়েছেন ফেডারেল বিচারক। বিচারক অমিত মেহেতার কাছে ২৫ বছরের সাজা ঘোষণার আবেদন জানানো হয়েছিল। তবে সর্বোচ্চ সাজা ঘোষণা করেননি তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে হারের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার কথা ছিল জানুয়ারি মাসে। তার ঠিক আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবন আক্রমণ করেন একদল ট্রাম্পভক্ত। ভবনের ভেতরে ঢুকে কার্যত সব কিছু তছনছ করে তারা। পরে ২০২২ সালের নভেম্বরে রোহডস দোষী প্রমাণিত হয়েছিল।

এএআর/

Exit mobile version