নারায়ণগঞ্জে নতুন পানির পাম্প প্রতিস্থাপনের দাবিতে গণবিক্ষোভ করেছেন স্থানীয়া।
শুক্রবার (২৬ মে) সকালে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের বাসিন্দারা এই গণবিক্ষোভে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, প্রায় একমাস ধরে বন্দরের ওয়াসার পানির পাম্পটি বিকল হয়ে আছে। এতে বাসাবাড়িতে পানির তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। দ্রুত পানির সমস্যার সমাধান না হলে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এরপর বন্দরের বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা ঝাড়ু মিছিল করেন।
ইউএইচ/

