সিনিয়র রিপোর্টার, জয়পুরহাট:
ভারত বাংলাদেশসহ জয়পুরহাটে শুরু হয়েছে আন্তর্জাতিক দাবা খেলা প্রতিযোগিতা। শুক্রবার (২৬ মে) বেলা ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ডিল সেডে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার নূরে আলম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামসুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা ও পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলসহ পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ক্রীড়ানুরাগীরা।
খেলায় ভারত থেকে ১০ জন খেলোয়াড়সহ, বাংলাদেশের রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৩২ জন খেলোয়াড় খেলায় অংশ নেয়। টুর্নামেন্ট চলবে সপ্তাহব্যাপী।
ইউএইচ/

