Site icon Jamuna Television

শুভমানের শতকে মুম্বাইকে হারিয়ে ফাইনালে গুজরাট

ছবি: সংগৃহীত

মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে ফাইনালে উঠলো গুজরাট টাইটান্স। গুজরাটের দেয়া ২৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮.২ ওভারে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

শুক্রবার (২৬ মে) টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে পঞ্চাশ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ঋদ্ধিমান সাহা ১৬ বলে ১৮ রান করে আউট হন।

এরপর সাই সুদর্শনকে নিয়ে মুম্বাই বোলারদের ওপর তাণ্ডব চালান শুভমান গিল। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১৩৮ রানের জুটি গড়েন তারা। এবারের আইপিএলে তৃতীয় সেঞ্চুরি তুলে ১৭তম ওভারের শেষ বলে দলীয় ১৯২ রানের মাথায় আউট হন গিল। বিদায়ের আগে এই ব্যাটার ৬০ বলে ৭ চার আর ১০ ছক্কার মারে ১২৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন।

এরপর ৩১ বলে ৪৩ করে রিটায়ার্ড আউটে সাজঘরে ফেরেন সুদর্শন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৩ বলে দু’টি করে চার-ছক্কায় ২৮ ও রশিদ খান ৫ রানের অপরাজিত ইনিংস খেললে ৩ উইকেটে ২৩৩ রানের পাহাড় গড়ে গুজরাট।

বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আকাশ মাধওয়াল ও পিযুশ চাওলা প্রত্যেকে ১টি করে উইকেট শিকার করেন।

এরপর ২৩৪ রান তাড়ায় অধিনায়ক রোহিতের সাথে ব্যাটিংয়ে নামেন নেহাল ওয়াদহেরা। ইনিংসের প্রথম ওভারেই মাত্র ৪ রান করে বিদায় নেন নেহাল ওয়াদহেরা। এরপর তৃতীয় ওভারে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রোহিত। জস লিটলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন মুম্বাই অধিনায়ক৷


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

জোড়া উইকেট হারানোর পর তিলক ভার্মা ও সুরিয়াকুমার যাদবের ব্যাটে চাপ সামলে দলকে টেনে নিয়ে যান। এর মধ্য তিলক বেশ আক্রমণাত্মক হয়ে ব্যাটিং করতে থাকেন। তবে পাওয়ার প্লের শেষ বলে দলীয় ৭২ রানের মাথায় বিদায় নেন এই তরুণ ব্যাটার। বিদায়ের আগে ১৪ বলে ৪৩ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন বাহাতি এই ব্যাটার।

সুরিয়াকুমার একাই লড়াই চালালেও শেষ পর্যন্ত মোহিত শর্মার কাছে হার মানতে হয় তাকেও। মোহিতের করা বলে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান এই ব্যাটার। আউট হওয়ার আগে ২ ছক্কা ও ৭ চারের মাধ্যমে ৩৮ বলে ৬১ রান করেন এই ব্যাটার। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার। যাওয়া- আসার মিছিল শেষ হয় ১৮.২ ওভারে।

এই জয়ে টানা দুই আসরের ফাইনালে উঠে গেলো গুজরাট টাইটান্স। ফাইনালে তাদের প্রতিপক্ষ ধোনির চেন্নাই।

/এনএএস

Exit mobile version