Site icon Jamuna Television

ওমানের মধ্যস্থতায় ইরান-বেলজিয়ামের বন্দিবিনিময়

বন্দিবিনিময় করেছে ইরান-বেলজিয়াম। ওমানের মধ্যস্থতায় শুক্রবার (২৬ মে) কার্যকর হয় এ বন্দিবিনিময়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেন এ তথ্য। খবর রয়টার্সের।

এর আওতায় এক দাতব্য সংস্থার কর্মীকে মুক্তি দেয় তেহরান। বিনিময়ে আসাদোল্লাহ আসাদি নামের এক কূটনীতিককে মুক্তি দেয় ব্রাসেলস। মুক্তিপ্রাপ্ত দু’জনই ওমানের রাজধানী মাসকট থেকে ফিরে গেছেন নিজ নিজ দেশে।

২০২১ সালে ইরানের এ কূটনীতিককে বেলজিয়ামে ২০ বছরের কারাদণ্ডের সাজা দেয়া হয়। ফ্রান্সে নির্বাসিত ইরানের সরকারবিরোধী একটি দলের ওপর বোমা হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। যদিও তার ওই পরিকল্পনা সফল হয়নি। সে সময় তার গ্রেফতার এবং সাজাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দেয় তেহরান। এরপর গুপ্তচরবৃত্তির অভিযোগে অলিভিয়ার নামের বেলজিয়ান ওই দাতব্য সংস্থার কর্মীকে গ্রেফতার করে রইসি প্রশাসন।

চলতি বছরের জানুয়ারিতে তাকে ৪০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ ডলার জরিমানা করেন দেশটির একটি আদালত।

এটিএম/

Exit mobile version