Site icon Jamuna Television

রাজশাহীর ২৬ নম্বর ওয়ার্ডে নেই খেলার মাঠ, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থায় বাড়ছে জনদুর্ভোগ

বহুতল ভবনের হিসেবে মোটামুটি অভিজাত এলাকা রাজশাহী সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড। কিন্তু এই আভিজাত্যের আড়ালে হারিয়ে যেতে বসেছে অনেক কিছুই। দখল হয়ে গেছে খেলার মাঠ, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থাও। বৃষ্টি হলে হাঁটার জো থাকে না অনেক রাস্তায়। ফলে অভিজাত এলাকা হলেও ভোগান্তির শেষ নেই।

সিটি করপোরেশনের ভদ্রা আবাসিক এলাকায় নতুন রাস্তা ও সড়কবাতির উন্নয়ন হয়েছে ঠিকই। কিন্তু মহল্লার সরু রাস্তা, অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থায় বেড়েছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন, পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ফলে নানাভাবে তারা মোবাইলফোনে আসক্ত হয়ে পড়ছে। অন্যদিকে ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় চলাচলেও হচ্ছে ব্যপক অসুবিধা।

এই এলাকায় একের পর এক বহুতল ভবন গড়ে উঠছে। তাই যেখানে-সেখানে ফেলে রাখা হয়েছে ইট-বালি। একটু ফাঁকা জায়গায় শিশুরা যে খেলাধুলা করবে, সে জায়গাও অবশিষ্ট নেই।

এ বিষয়ে সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামানের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোনে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি।

রাজশাহী সিটি করপোরেশনের এই ওয়ার্ডে ১৫ হাজার ৩৬৬ ভোটার রয়েছে। যার মধ্যে ৭ হাজার ৪৮৩ জন পুরুষ ও ৭ হাজার ৮৮৩ জন নারী।

এসজেড/

Exit mobile version