Site icon Jamuna Television

সাফজয়ী নারী ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়ছেন ছোটন

ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী তারকা সিরাত জাহান স্বপ্না সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ছাড়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরেই তাদের কোচ গোলাম রব্বানী ছোটনের বাফুফে ছাড়ার খবর নতুন আলোচনার জন্ম দিয়েছে। নারী ফুটবলের সঙ্গে এক দশক ধরে কাজ করছেন ছোটন। হঠাৎ তিনি অবসরের ঘোষণা কেনো দিলেন সেটা নিয়ে ফুটবলপাড়ায় বেশ কথা হচ্ছে।

বাংলাদেশের নারী ফুটবলকে কক্ষপথে রেখেছিলেন ছোটন ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। আর এ সবকিছু দেখভাল করেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে ছোটন বলেন, গত কয়েক বছর অসম্ভব পরিশ্রম করেছি। সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকটি দলকে পর্যায়ক্রমে অনুশীলন করিয়েছি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমার বিশ্রাম দরকার। এখন বয়সও হয়েছে। পরিবারকেও সময় দেয়া দরকার। তাই বাফুফের দায়িত্ব ছাড়তে চাই।

বাফুফে ছাড়ার সিদ্ধান্ত নিলেও এখনো এই বিষয়ে কর্মকর্তাদের কিছু বলেননি। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে ছোটনের প্রসঙ্গে জিজ্ঞেস করলে তার কাছে এমন তথ্য নেই বলে জানান।

ছোটন নারী দলের কোচিং করানোর আগে বাফুফের এএফসি’র বেতনভুক্ত কোচ ছিলেন। ফুটবলার হিসেবে অবসর নেয়ার পর কোচিংই তার পেশা। এই আয় থেকেই তার পারিবারিক ব্যয় নির্বাহ হয়। বিশ্রামের পর আবার কোচিংয়ে ফিরতে চান, আপাতত পরিকল্পনা মাস দুয়েক বিশ্রাম নেয়ার। এরপর হয়তো কোনো ক্লাব বা কিছুতে কোচিংয়ে ফিরতে পারি।

আনুষ্ঠানিকভাবে ক্লান্তির কথা বললেও ছোটনের মনে রয়েছে অসন্তোষ ও অপ্রাপ্তি। বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যের অন্যতম কারিগর গোলাম রব্বানী ছোটন। তার হাত ধরেই সাফ ট্রফিসহ কয়েকটি আন্তর্জাতিক শিরোপা জিতেছে নারী দল। এত কিছু জিতলেও তার সঠিক মূল্যায়ন সেভাবে হয়নি। আর্থিক পারিশ্রমিকের পাশাপাশি আরো কয়েকটি বিষয়েও তার অসন্তুষ্টি রয়েছে। 

বাংলাদেশ নারী ফুটবল দলে ছোটন হেড কোচ হলেও চাবিকাঠি মূলত ব্রিটিশ ট্যাকনিক্যাল ডাইরেক্টর পল স্মলির হাতে। ছোটন অনেক পরিশ্রম করলেও লাখ খানেক সম্মানী পান। অন্যদিকে পল স্মলি পেতেন ১৫ হাজার ডলার। সেই পল কাজের পরিবেশ নেই বলে ছেড়ে যাওয়ার কথা বলে আরো পাঁচ হাজার ডলার বেতন বাড়িয়ে নিলেও ছোটনদের দিকে তেমন নজর নেই বাফুফের। গত মৌসুমে বসুন্ধরা কিংসের নারী দলের প্রস্তাব ছিল ছোটনের। জাতীয় দলের চেয়ে অনেক বেশি অর্থের প্রস্তাব থাকলেও বাফুফে কর্তাদের আশ্বাসে তিনি সেখানে যোগ দেননি।

/আরআইএম

Exit mobile version