Site icon Jamuna Television

বন্যায় তলিয়ে গেছে মাদ্রিদের বারাজাজ বিমানবন্দর, সর্বোচ্চ সতর্কতা জারি একাধিক শহরে

টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে স্পেনে। এতে তলিয়ে গেছে স্পেনের মাদ্রিদের বারাজাজ বিমানবন্দর। পানিতে ডুবে আছে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দটির রানওয়ে। তবে ফ্লাইট বাতিল নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।

স্পেনে এসময় সাধারণত শুষ্ক মৌসুম থাকলেও গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি ও স্থাপনা। সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল।

পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। বেশ কয়েকটি শহরে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চালানো যাচ্ছে না উদ্ধার ও ত্রাণ তৎপরতাও।

এসজড/

Exit mobile version