Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে রোহিঙ্গারা সহায়তা পাচ্ছে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বের কারণেই রোহিঙ্গাদের দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। আজ সোমবার সকালে কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের জন্য ত্রাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার। সংকট সমাধানে সব ধরণের কার্যক্রম চালানো হচ্ছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

Exit mobile version