Site icon Jamuna Television

বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণার জন্য দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রকে সমর্থনে এগিয়ে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্ণবাদের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসাবে সেলেসাওরা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার (২৬ মে) জানিয়েছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৭ জুন বার্সেলোনায় আফ্রিকার দেশ গিনির বিপক্ষে মাঠে নামবে। এরপর লিসবনে ২০ জুন সেনেগালের মুখোমুখি হবে।

দুই আফ্রিকান দেশের সঙ্গেই শুধু নয়, ব্রাজিল তাদের ঘরোয়া লিগ ম্যাচগুলোতেও বর্ণবাদ বিরোধী প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছে। ‘বর্ণবাদ নিয়ে কোনো ফুটবল ম্যাচ হবে না’- এই স্লোগানে শুরু হচ্ছে ব্রাজিলের এই প্রচারণা। এর আগে ২০২২ সালেও ব্রাজিল ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি এডনাল্ডো রদ্রিগেজের অধীনে বর্ণবাদ বিরোধী প্রচারণা শুরু হয়েছিল। এবার সেই কর্মসূচিকে শুধু আরেকটু বড় করা হচ্ছে। 

ইতোমধ্যে ভিনিসিয়াসের সঙ্গে এই ম্যাচ দুটি নিয়ে আলাপ করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। ইএসপিএন জানিয়েছে, ভিনিসিয়াস সিবিএফের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।

/আরআইএম

Exit mobile version