Site icon Jamuna Television

সুদানে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা

সুদানে চলমান সংঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা ব্যবস্থা। রাতভর এলাকাগুলোতে গোলাগুলি চলে বিবাদমান দু’পক্ষের মধ্যে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বেসামরিকদের মধ্যে। খবর ভয়েস অব আমেরিকার।

জেদ্দায় সুদানের সামরিক এবং আধা সামরিক বাহিনীর আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আশা করা হচ্ছিল। তবে চুক্তি মানছে না কোনোপক্ষই। ফলে সংঘাতের অবসান অনিশ্চিত হয়ে পড়েছে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

প্রায় দেড় মাস ধরে চলা সংঘাতের দেশটিতে প্রাণ হারিয়েছেন সাড়ে ৮০০ এর বেশি মানুষ। আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজার। দেশটিতে এখন জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন দেড় কোটির বেশি মানুষের।

এসজেড/

Exit mobile version