Site icon Jamuna Television

উল্লাপাড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী। শনিবার (২৭ মে) বেলা ১২টার দিকে হাটিকুমরুল-নগড়বাড়ি মহাসড়কের চকিদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার যাত্রী রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী (৪২)। এছাড়া আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, দুপুরে হাটিকুমরুল গোলচত্বর থেকে উল্লাপাড়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান। আহত হন আরও চার যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এএআর/

Exit mobile version