Site icon Jamuna Television

জাতীয় নির্বাচন যে সুষ্ঠু হবে, তার উদাহরণ গাজীপুর: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আগামী নির্বাচন যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুরের নির্বাচন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর বাড্ডায় উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময়, যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারা মার্কিন নিষেধাজ্ঞা ভয় পাচ্ছে, এমনটি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এখন বিএনপির বিরুদ্ধে। এতোদিন যারা নালিশ করেছে তাদের বিরুদ্ধেই এই ভিসা নীতি। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের ভিসা পেতে নিষেধাজ্ঞা দিয়েছে।

সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে ভয় পেয়েই তারা নির্বাচনে আসতে চায় না। বাংলার মানুষ ধানের শীষ চায় না। নৌকার উপর মানুষের আস্থা রয়েছে। বিএনপির নাটক ধরা খেয়েছে। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের ভিসা পেতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: বিএনপি নেতাদের নির্বাচন বিরোধী বক্তব্য যুক্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আরাফাতের চিঠি

/এম ই

Exit mobile version