ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো বন্ধ করে দেয়া উচিৎ বলে মনে করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। বলেন, দুর্ঘটনার জন্য শুধু মালিক পক্ষকে দায়ী করা হয়, তা ঠিক নয়। উদ্ধার তৎপরতা চালানোর জন্যে প্রয়োজনীয় জনবলের সংকট রয়েছে।
শনিবার (২৭ মে) দুপুরে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় ১ কোটি টাকা অনুদান দিয়েছে এফবিসিসিআই। এ সময় সংগঠনটির সভাপতি এ কথা বলেন।
মো. জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনা হলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিৎ সামর্থ্যবানদের। ব্যবসায়ী নেতারা জানান, ৪৪ হাজার কারখানা পরিদর্শনের কাজ চলছে। এরইমধ্যে ৫ হাজার কারখানা পরিদর্শন করা হয়েছে। সমস্যা সমাধানের সময় পেয়েছেন উদ্যোক্তারা। এই সুযোগ কাজে লাগানো উচিৎ।
এদিকে, দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন এ সময় বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। তা না হলে শুধু ব্যবসায়ীদের ওপর দায় চাপানো হবে।
অগ্নিকাণ্ড রোধে মার্কেটের কর্মচারীদের প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানানো হয়।
/এমএন

