Site icon Jamuna Television

গরু চুরির অভিযোগ তুলে নারীকে নির্যাতন

গরু চুরির অভিযোগে শেফালী বেগম নামে এক নারীকে নির্যাতনের ঘটনায় নীলফামারীর ডিমলা থানায় মামলা হয়েছে। রোববার রাতে ডিমলা থানায় মামলাটি করেন নির্যাতিতের মামা।

পুলিশ জানায়, শুক্রবার গরু চুরির অভিযোগে বাইশপুকুর এলাকায় শেফালীকে মারধর করে একই গ্রামের দফাদার রশিদুল ইসলাম, শেফালীর ভগ্নিপতি রফিকুল ইসলাম ও রফিকুল ইসলামের মা অবিয়া বেগম।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা এসে শেফালীকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করে। ঘটনায় জড়িত সন্দেহে শেফালীর ভগ্নিপতিসহ তিনজনকে আটক করা হয়েছে।

/কিউএস

Exit mobile version