Site icon Jamuna Television

সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশ ফ্রুট ফেস্ট’ অনুষ্ঠিত

মেহেদী, সংযুক্ত আরব আমিরাত:

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফ্রুট ফেস্ট’। দেশটির আজমান প্রদেশে এ আয়োজন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বিউটিফুল বাংলাদেশ’। সার্বিক সহযোগিতায় ছিল ‘ইয়াকুব সুনিক ফাউন্ডেশন’। দিনব্যাপী এ মেলায় অংশ নেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি।

আয়োজকরা জানায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে মরুভূমির দেশে নিয়ে আসা হয়েছে নানা জাতের ফল। দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশিদের দেশীয় ফল সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়েছে। এ সময় কাঠাল, কলা থেকে শুরু করে আম, জাম, লিচুসহ বিভিন্ন জাতের ফল প্রদর্শন করা হয়।

এদিন কয়েকশো প্রবাসীর অংশগ্রহণে আজমানের স্থানীয় ইয়াকুব সুনিক ফার্ম হাউজটি পরিণত হয় বাংলাদেশিদের মিলনমেলায়। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা।

এদিন মেলা উপভোগে হাজির হন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর ও দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। ফেস্টে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিবছর এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা করেন প্রবাসীরা।

এএআর/

Exit mobile version