Site icon Jamuna Television

জামিন পাননি নওশাবা

নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের জামিন হয়নি। যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম মাহমুদা বেগম।

ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে নওশাবাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করে পুলিশ।

অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

গত ৫ আগস্ট চার দিনের ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড হয়েছিলো নওশাবার। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ফেসবুক লাইভে গুজব ছড়ানোর পর তাকে গ্রেফতার করা হয়।

Exit mobile version