Site icon Jamuna Television

ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ ডর্টমুন্ডের, টানা ১১তম শিরোপা জিতলো বায়ার্ন

বুন্দেসলিগার শেষ দিনে জিতলেই চ্যাম্পিয়ন, এই সমীকরণ মাথায় নিয়ে শনিবার (২৭ মে) সিগন্যাল ইদুনা পার্কে মেইনজকে স্বাগত জানায় বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু প্রথমার্ধেই দুটি গোল খেয়ে বসে দলটি।

আর তাতে একই সময়ে মাঠে নামা দশবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ স্বস্তির খবর পায়। কোলনের মাঠে কিংসলে কোম্যানের গোলে প্রথমার্ধে এগিয়ে গেলে শিরোপার সুবাস পাচ্ছিল তারা। তবে ৮১ মিনিটে কোলন সমতা ফেরালে আবার উত্তেজনা ছড়ায়। কারণ, বায়ার্ন মিউনিখের সামনে জয়ের বিকল্প ছিল না। মিউনিখের ক্লাবটি ড্র করলে হেরেও ট্রফি জিতে যাবে ডর্টমুন্ড।

তবে, সেই দুঃশ্চিন্তা বেশিক্ষণ ভর করেনি বায়ার্ন শিবিরে। ৮৯ মিনিটে জামাল মুসিয়ালা গোল করে বায়ার্নকে ২-১ গোলে এগিয়ে নিয়ে নেয়। শেষ পর্যন্ত এই ফলাফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অন্যদিকে, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার আরও বাড়ায় স্বাগতিক ডর্টমুন্ড। কিন্তু তাদের একের পর এক প্রচেষ্টা মেইনজের রক্ষণে গিয়ে মিলিয়ে যেতে থাকে। অবশেষ ম্যাচের ৬৯তম মিনিটে সাফল্য পায় ডর্টমুন্ড। রাফায়েল গেরেরোর গোলে ব্যবধান কমায় তারা। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সমতাসূচক গোল করেন নিকলাস সুলে। কিন্তু প্রয়োজনীয় তৃতীয় গোলের দেখা আর পাওয়া হয়নি তাদের।

তাতে পয়েন্ট টেবিলে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হলো মিউনিখের ক্লাবটি। ৩৪ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টানা ১১তম বুন্দেসলিগা জিতলো বায়ার্ন। ৭১ পয়েন্ট নিয়ে রানার্সআপ ডর্টমুন্ড। গোলব্যবধানে বায়ার্ন (৫৪) পেছনে ফেলে ডর্টমুন্ডকে (৩৯)।

/এমএন

Exit mobile version