Site icon Jamuna Television

কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ঋণ খেলাপি হতে দেয়া হবে না: বাইডেন

ছবি : সংগৃহীত

কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ঋণ খেলাপি হতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি হোয়াইট হাউজে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, ঋণের সীমা বাড়াতে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সাথেই আলোচনা চলছে। শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসবে বলেও আশ্বস্ত করেন বাইডেন। খবর এপি নিউজের।

কংগ্রেসে এই ইস্যুতে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর ইস্যুকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে মার্কিন রাজনীতিতে।

বাইডেন প্রশাসন নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণের সীমা বাড়াতে ব্যর্থ হলে ৩১ ট্রিলিয়ন ডলারের খেলাপি হবে ফেডারেল সরকার। এ অবস্থায় হোয়াইট হাউজে কংগ্রেস নেতাদের সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের দাবি, খরচ না কমানো হলে, ঋণ বাড়ানোর পক্ষে ভোট দেবেন না তারা।

এএআর/

Exit mobile version