রাজশাহীতে গরুর গোয়ালঘর থেকে ৩৬ দিনের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বগপাড়া গ্রামের এই ঘটনা ঘটেছে।
নিহত শিশু আয়েশা উপজেলার মৌগাছি ইউনিয়নের বগপাড়া গ্রামের তানিয়া খাতুনের মেয়ে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত আয়েশার মা তানিয়া খাতুন নিজ শয়নকক্ষে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যান। বাথরুম থেকে পাশের বাড়িতে যান। এরপর পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে এসে গরুর পানি খাওয়ার পাত্রের মধ্যে বাচ্চাটিকে ভেসে থাকা অবস্থায় দেখতে পান এবং চিৎকার শুরু করেন। এ সময় আশেপাশের লোকজন বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ওসি বলেন, এই ঘটনায় এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বোঝা যাবে এটি হত্যা না দুর্ঘটনা। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এনএএস

