Site icon Jamuna Television

দেশের সকল বিমানবন্দর থেকে উঠলো কোভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধ

দেশের সকল বিমানবন্দর থেকে করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২৫ মে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বেবিচক।

বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে কোভিড-১৯ সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এতদিন বিদেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। ভ্যাকসিন না নেয়া থাকলে করোনা পরীক্ষা করে দেশ আসতে হতো। বিধিনিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষার রিপোর্ট বা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে করোনার (কোভিড-১৯) টিকা সনদ দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না।

এদিকে, প্রত্যেকের জন্য মাস্ক পরার বিধিনিষেধও শিথিল করা হয়েছে। সর্বসাধারণের জন্য মাস্কের বিধিনিষেধ তুলে ফেলা হলেও যারা হাসপাতাল বা ক্লিনিকের মতো সংবেদনশীল জায়গায় কাজ করেন, তাদের মাস্ক পরতে হবে।
এছাড়া, যাত্রী পরিবহনে বড় বা ছোট এয়ারলাইনসের ক্ষেত্রে যাত্রী আনা-নেয়ার সংখ্যায়ও কোনো বিধিনিষেধ থাকছে না। তবে যাত্রীরা যেসব দেশের উদ্দেশে যাবেন, তাদের সেসব দেশের স্বাস্থ্যবিষয়ক বিধিনিষেধ মানতে হবে।

/এমএন

Exit mobile version