Site icon Jamuna Television

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আলবিসেলেস্তারা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে আর্জেন্টাইনরা। ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ইগনাসিও মায়েস্ত্রো। এরপর গোল করেন জিনো ইনফ্যান্তিনো। ৩৫ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন লুকা রোমেরো।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও দুর্বার আর্জেন্টিনা। ৫০তম মিনিটে পেনাল্টি থেকে চতুর্থ গোল করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬তম মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন অ্যালোজো ভেলিজ।

এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে, দ্বিতীয় ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠে যায় মেসির উত্তরসূরীরা।

/এমএন

Exit mobile version