Site icon Jamuna Television

পাওয়ার গ্রিডের কয়েক কোটি টাকার মালামালসহ ৮ ডাকাত সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোর থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া দুই ট্রাক মালামালসহ ৮ ডাকাত সদস্যকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) তাদের গ্রেফতার করে পুলিশ। ওই দিন সন্ধ্যায় তাদের নাটোরে নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) প্রায় ৪ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গত ২৩ মে রাতে সদর উপজেলার দিয়ার সাতুরিয়া থেকে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) প্রজেক্ট শেয়ারার ইন্ডিয়ান ট্রান্সরেইল লিমিটেড এর ওয়ার হাউজের সিকিউরিটি গার্ডদের মারধর করে মালামালসহ দুটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে এই চক্র। ওই দুটি ট্রাকে প্রায় ৪ কোটি টাকার টাওয়ার, পার্টস ও লোহার রড ছিল।

ঘটনার পরদিন ২৪ মে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয় সদর থানায়। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ডিবি টিম কুমিল্লা থেকে মালামালসহ ২টি ট্রাক উদ্ধার করে। সেই সাথে ওই ৮ জন ডাকাত সদস্যকেও গ্রেফতার করে নাটোরে নিয়ে আসে। পরে অন্য একটি মামলায় ঢাকা ডিবি পুলিশ তাদের মধ্যে তিন ডাকাত সদস্যকে ঢাকায় নিয়ে যায়।

এসজেড/

Exit mobile version