Site icon Jamuna Television

পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে কোনো জ্ঞান দেয়ার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের: রাশিয়া

পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়াকে কোনো ধরনের জ্ঞান দেয়ার প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। এভাবেই বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়ে ওয়াশিংটনের সমালোচনার কড়া জবাব দিয়েছে মস্কো। দ্য হিন্দুর।

শনিবার (২৭ মে) এক বিবৃতিতে বলা হয়, ইউরোপে কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। তাই তাদের মুখে এই কার্যক্রমের সমালোচনা বেমানান।

সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত বৃহস্পতিবার দেশের বাইরে প্রথমবার পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা জানায় মস্কো। এরইমধ্যে অস্ত্র স্থানান্তর শুরু হয়েছে বলেও জানিয়েছে বেলারুশ কর্তৃপক্ষ। পরদিনই পরিকল্পনার নিন্দা জানিয়ে একে অত্যন্ত নেতিবাচক আখ্যা দেয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

এসজেড/

Exit mobile version