Site icon Jamuna Television

ঝড়বৃষ্টি উপেক্ষা করে সার্বিয়ার রাস্তায় হাজারও মানুষ

সার্বিয়ায় ঝড়বৃষ্টি উপেক্ষা করেই সরকার বিরোধী আন্দোলনে নামলেন হাজার-হাজার মানুষ। শনিবার (২৭ মে) ছাতা হাতে দেখা যায় বিরল বিক্ষোভ-প্রতিবাদ। খবর রয়টার্সের।

চলতি মাসেই রাজধানী বেলগ্রেডে দুটি ম্যাস শুটিংয়ে প্রাণ যায় ১৮ জনের। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারের উদাসীনতার কারণে সার্বিয়ার সমাজ-সংস্কৃতিতে মিশে যাচ্ছে সহিংসতা। জনরোষ বাড়লেও সরকার বিষয়টি নিয়ে বিচলিত নয়। এ সময় প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিসসহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা বিভাগের প্রধানের পদত্যাগ দাবি করেন তারা। তাছাড়া গণমাধ্যমকে আরও স্বাধীনতা দেয়ার দাবি বিক্ষোভকারীদের।

সরকারের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য পরিচালিত হচ্ছে এসব বিক্ষোভ। শনিবারই, ক্ষমতাসীন দল- SNS প্রধানের পদ থেকে ভুসিস’কে অপসারণ করে দলীয় নেতাকর্মীরা। প্রতিরক্ষা মন্ত্রীকে বসানো হয় দায়িত্বে।

এটিএম/

Exit mobile version