Site icon Jamuna Television

কান চলচ্চিত্র উৎসবে ফরাসি নির্মাতার বাজিমাত

৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বাজিমাত করলেন ফরাসি নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত। ‘অ্যানাটমি অব অ্যা ফল’ মুভির জন্য তিনি জয় করেছেন ‘স্বর্ণপাম বা পাম দি অর’ পুরস্কার। খবর আল জাজিরার।

জমকালো সমাপণী অনুষ্ঠানে এদিন জাস্টিন ত্রিয়েতের হাতে সম্মাননা তুলে দেন মার্কিন অভিনেত্রী জেন ফন্ডা। এর আগেও ২০১৯ সালে পুরস্কারটির জন্য মনোনয়ন পান ফরাসি এই পরিচালক। কিন্তু সেবার ভাগ্যে শিঁকে ছেড়েনি। তবে এবার ফরাসি নির্মাতার মাথায়তেই উঠলো এ মুকুট।

চলতি বছর প্রতিযোগিতায় লড়াই করেছে ২০টি সিনেমা ও একটি তথ্যচিত্র। কানের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো নারী নির্মাতা পেলেন এ স্বীকৃতি। ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন পান এ সম্মাননা। যার ২১ বছর পর স্বর্ণপাম ওঠে জুলিয়া দুকুরনোর হাতে। বিরল এ সম্মানতা প্রাপ্তির তালিকায় এবার নাম উঠলো জাস্টিন ত্রিয়েতেরও।

এসজেড/

Exit mobile version