Site icon Jamuna Television

নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

ছবি: সংগৃহীত

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। এ জয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। এএস’র খবর।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারতো নাইজেরিয়া। ডান প্রান্ত থেকে আবেল ওগুয়েচের শট পোস্টে লেগে ফিরে এলে দ্রুত ক্লিয়ার করেন গোলরক্ষক মাইকেল। এরপর দু’পক্ষের কেউই গোল করতে পারছিল না। ৪২ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচের লিড নেয় জিন।

এরপর লিড দ্বিগুণ করতে সময় নেয়নি পাঁচবারের চ্যাম্পিয়নরা। প্রথম গোলে অ্যাসিস্টের পর এবার গোলের খাতায় নাম লেখান মার্কিনিয়োস। এরপর আরও সুযোগ তৈরি হলেও দ্বিতীয়ার্ধে দু’দলের কেউই গোল করতে পারেনি। ২-০ গোলে ব্রাজিল স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

/এম ই

Exit mobile version